কুমিল্লা ব্যুরো
কুমিল্লার শিল্পী, মিউজিশিয়ান ও কলা কুশলীদের অংশগ্রহণে প্রতি বছরের ন্যায় এবারো আয়োজিত হতে যাচ্ছে কুমিল্লা মিউজিশিয়ানস ক্রিকেট লীগ। চারটি দলের অংশগ্রহণে আগামী ১৪ই নভেম্বর কুমিল্লা জিলা স্কুল মাঠে দিনব্যাপী খেলা অনুষ্ঠিত হবে। কুমিল্লা বিভাগ এর দাবীর প্রতি জোরালো সমর্থন রেখে এবার চারটি দলের নামকরণ করা হয়েছে প্রস্তাবিত কুমিল্লা বিভাগ এর চারটি জেলার চারটি নদীর নামে : গোমতী কিংস , তিতাস টাইগারস্ ,ডাকাতিয়া স্টারস্ এবং মেঘনা লায়ন্স। এরই প্রেক্ষিতে আজ কুমিল্লা ক্লাব এর হল রুমে ট্রফি ও জার্সি উন্মোচন করেন কুমিল্লা ক্লাব এর সাধারণ সম্পাদক জনাব আহমেদ শোয়েব সোহেল, আয়োজনে উপস্থিত ছিলেন জেলা কালচারাল অফিসার জনাব এস এম টি কামরান হাসান, জাসাস কুমিল্লা মহানগর এর যুগ্ম আহব্বায়ক ইসতিয়াক আহমেদ পল্লব এবং জাতীয় কবি কাজী নজরুল ইন্সটিটিউট এর দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা মো:আল আমিন । চারটি দলের সকল খেলোয়াড় ও সাংস্কৃতিক কর্মী, সংগঠকরা উপস্থিত ছিলেন ।
Leave a Reply