চট্টগ্রামপ্রতিনিধি
চট্টগ্রাম নগর বিএনপির আহবায়ক ও চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের দলীয় প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হয়েছেন। তাকে উদ্ধার করে নগরীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) বিকেলে সোয়া পাঁচটার দিকে নগরীর হামজারবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় বিএনপি নেতারা জানান, মনোনয়ন পেয়ে হামজারবাগ এলাকায় গণসংযোগ করছিলেন এরশাদ উল্লাহ। এমন হয় গুলিবিদ্ধ হন তিনি। তার সঙ্গে আরও একজন গুলিবিদ্ধ হন। তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। কারা তাকে গুলি করেছে তাৎক্ষণিকভাবে সেই তথ্য জানা যায়নি। এরশাদ উল্লাহ দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তিনি বর্তমানে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক পদে রয়েছেন।
বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিন সাংবাদিকদের বলেন, ঘটনাস্থলে পুলিশ আছে। কারা গুলি করেছেন সে বিষয়ে তাৎক্ষণিক কিছু জানা যায়নি।
Leave a Reply