শিরোনাম :
বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম বেনাপোল কাস্টমসে রাজস্ব আদায়ে বড় ধ্বস, ছয় মাসে ঘাটতি এক হাজার কোটি টাকা পূবাইলের মিরের বাজার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া কুমিল্লায় শতাধিক সংবাদকর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পলাশবাড়ীতে জিয়া পরিষদের আয়োজনে প্রয়াত খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা কালীগঞ্জে ঐতিহ্যবাহী জামাই মেলায় মানুষের ঢল মৌলভীবাজারে ভিলেজ ক্রাইম নোট বুক সংক্রান্ত পুলিশের কর্মশালা অনুষ্ঠিত কুয়েত প্রবাসী বাংলাদেশির লাশ ফিরলো দেশে ঢাকাস্থ তাড়াইল বিএন পি ঐক্য ফোরাম এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা। লামায় পুলিশের অভিযানে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র সহ সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ধর্মের নামে রাজনীতি ধর্ম- বিনাশী অপরাজনীতি।, জাতীয়তাবাদী রাজনীতি- মানবতা বিনাশী অপরাজনীতি।

ধর্মের নামে রাজনীতি ধর্ম- বিনাশী অপরাজনীতি।, জাতীয়তাবাদী রাজনীতি- মানবতা বিনাশী অপরাজনীতি।

মঈনউদ্দিন
আল্লামা ইমাম হায়াত, চেয়ারম্যানঃ ইনসানিয়াত বিপ্লব,বাংলাদেশ।

বিশ্ব ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ এর চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত সংঠনের ¸jkvb, XvKv কাযালয়ে প্রেস বিজ্ঞপ্তিতে বলেন… ধর্মরাষ্ট্র করার উদ্দেশ্য ভিত্তিক রাজনৈতিক দল মানেই সব মানুষের জীবন অস্বীকার করে এক ধর্মের নামে ক্ষমতাসীন গোষ্ঠীর মতবাদ ভিত্তিক এক গোষ্ঠীর রাষ্ট্র করার চক্রান্ত, রাষ্ট্র জবরদখল করার চক্রান্ত, গণতন্ত্র হত্যার চক্রান্ত, ক্ষমতার বলে নিজেদের মতবাদ চাপিয়ে দেয়ার চক্রান্ত, আন্য সবার মত পথ বিশ্বাস রুদ্ধ ও উৎখাত করার চক্রান্ত, রাষ্ট্রকে নিজেদের স্বৈরদস্যুতন্ত্র করার চক্রান্ত, ধর্মকেও দখলের চক্রান্ত।

 

আল্লামা ইমাম হায়াত বলেন, ধর্মের নামে রাজনীতি ধর্ম- বিনাশী অপরাজনীতি।, জাতীয়তাবাদী রাজনীতি- মানবতা বিনাশী অপরাজনীতি। একক ধর্ম ভিত্তিক রাজনীতি ও রাজনৈতিক দল মানেই ধর্মের রাজনৈতিক অপব্যবহার করেধর্মকে কুক্ষিগত করার চক্রান্ত, ধর্মের স্বাধীনতা হরন করে নিজেদের মনগড়া মতবাদকে ধর্ম বলে চাপিয়ে দিয়ে আসল ধর্ম ধ্বংস করার চক্রান্ত। এক ধর্মের নামে রাষ্ট্র জংগীবাদ সন্ত্রাসবাদ স্বৈরদস্যুতন্ত্র, এক ধর্মের নামে রাজনৈতিক দল মানেই অধর্ম উগ্রবাদ জংগীবাদ সন্ত্রাসবাদের রাজনীতি। তাই কোনো ধর্মের নামে রাষ্ট্র ও রাজনৈতিক দল সাংবিধানিকভাবে নিষিদ্ধ করে ধর্ম রক্ষা ও রাষ্ট্র রক্ষা এবং গণতন্ত্র ও মানবাধিকার নিশ্চিত করতে হবে।

 

ধর্মের নামে অধর্ম উগ্রবাদ জংগীবাদ সন্ত্রাসবাদ নিষিদ্ধ করে রাষ্ট্র যে সবার সব মানুষের, রাষ্ট্র যে কোনো একক ধর্ম ও একক মতবাদ একক জাতি একক গোষ্ঠীর নয় এই সত্য এবং সবার জীবনের স্বাধীনতা ও অস্তিত্ব নিশ্চিত করতে হবে। তাই রাষ্ট্র হতে হবে কেবল সর্বজনীন মানবতাভিত্তিক রাষ্ট্র। একক গোষ্ঠীর রাষ্ট্র যে রাষ্ট্রের মৃত্যু এবং জীবনের বিরুদ্ধে কারাগার তাই একক ধর্মের নামে বা একক ধর্ম ভিত্তিক রাজনৈতিক দল যে ধর্মবিধ্বংসী ও মানবতাবিধ্বংসী এবং রাষ্ট্রবিধ্বংসী অপরাধ তা সাংবিধানিকভাবে নিশ্চিত করতে হবে। নাহয় জীবনের স্বাধীনতা ও রাষ্ট্র অস্বীকার হয়ে ধর্মের নামে হিংস্র পাশবিক স্বৈরদস্যুতন্ত্র কায়েম হয়ে যাবে।

 

আল্লামা ইমাম হায়াত বলেন, দল আর রাজনৈতিক দল এক বিষয় নয় তা সুস্পষ্ট করতে হবে।ধর্মের নামে বা যে কোনো মতবাদ ও যে কোনো পেশার ভিত্তিতে দল সংগঠন প্রতিষ্ঠান হতে পারে কিন্তু কোনো একক গোষ্ঠীর রাজনৈতিক দল তথা রাষ্ট্র একক গোষ্ঠীর জবরদখল হতে পারেনা। চুরি ডাকাতি যেমন বৈধতা দেয়া যায় না তেমনি সবার জীবন সবার ধর্ম মত পথ রুদ্ধ করে রাষ্ট্র জবরদখলের লাইসেন্স দেয়া দস্যুতার লাইসেন্স দেয়া খুন জুলুমের লাইসেন্স দেয়ার মত একই বিষয়।

 

ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান বলেন, রাজনৈতিক দল হতে হলে সব মানুষের জীবন ও জীবনের স্বাধীনতা স্বীকার করতে হবে, রাষ্ট্র সবার স্বীকার করতে হবে, মানবতার রাজনীতি স্বীকার করতে হবে, সর্বজনীন গণতন্ত্র স্বীকার করতে হবে, গণতন্ত্রের নামেও বা সংখ্যাগরিষ্ঠতার জোরেও রাষ্ট্রকে একক গোষ্ঠীর করা যাবেনা এই অংগীকার থাকতে হবে। রাজনৈতিক দল হতে হলে সব মানুষের জীবন নিরাপত্তা-স্বাধীনতা-অধিকার- সম মর্যাদা ভিত্তিক রাষ্ট্রের অংগীকার থাকতে হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com