শিরোনাম :
বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম বেনাপোল কাস্টমসে রাজস্ব আদায়ে বড় ধ্বস, ছয় মাসে ঘাটতি এক হাজার কোটি টাকা পূবাইলের মিরের বাজার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া কুমিল্লায় শতাধিক সংবাদকর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পলাশবাড়ীতে জিয়া পরিষদের আয়োজনে প্রয়াত খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা কালীগঞ্জে ঐতিহ্যবাহী জামাই মেলায় মানুষের ঢল মৌলভীবাজারে ভিলেজ ক্রাইম নোট বুক সংক্রান্ত পুলিশের কর্মশালা অনুষ্ঠিত কুয়েত প্রবাসী বাংলাদেশির লাশ ফিরলো দেশে ঢাকাস্থ তাড়াইল বিএন পি ঐক্য ফোরাম এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা। লামায় পুলিশের অভিযানে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র সহ সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কিউই তারকা ক্রিকেটারের ইনজুরির কাছে হার মেনে অবসরের ঘোষণা

কিউই তারকা ক্রিকেটারের ইনজুরির কাছে হার মেনে অবসরের ঘোষণা

ক্রীড়া ডেস্ক :

দীর্ঘদিন ধরে পাঁজরের চোটে ভুগে শেষ পর্যন্ত ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার ডাগ ব্রেসওয়েল। সব ধরনের ক্রিকেট থেকেই অবসর ঘোষণা করেছেন ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার।

সেন্ট্রাল ডিস্ট্রিকসের দেওয়া এক বিবৃতিতে ব্রেসওয়েল বলেন, “ক্রিকেট আমার জীবনের গর্বের একটি অংশ। ছোটবেলা থেকেই এই খেলাটাই ছিল আমার স্বপ্ন। দেশ ও সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের হয়ে খেলার সুযোগ পাওয়াটা আমার জন্য অনেক বড় পাওয়া। প্রথম শ্রেণির ও আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারা সত্যিই সৌভাগ্যের বিষয়। এতদিন খেলতে পারায় আমি নিজেকে ভাগ্যবান মনে করি।”

২০১১ থেকে ২০২৩ সালের মধ্যে নিউজিল্যান্ডের হয়ে ব্রেসওয়েল খেলেছেন ২৮টি টেস্ট, ২১টি ওয়ানডে ও ২০টি টি-টোয়েন্টি ম্যাচ। ডানহাতি এই পেসারের ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত আসে মাত্র তৃতীয় টেস্টেই। ২০১১ সালের ডিসেম্বরে হোবার্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ম্যাচে তিনি এক ইনিংসে ৯ উইকেট নেন। সেই ম্যাচে জিতে নিউজিল্যান্ড ২৬ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয় পায়। এখনো সেটিই অস্ট্রেলিয়ায় নিউজিল্যান্ডের শেষ টেস্ট জয়।

টেস্ট ক্যারিয়ারে ২৮ ম্যাচে ব্রেসওয়েলের শিকার ৭৪ উইকেট, গড় ৩৮.৮২। ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে সাদা বলের ক্রিকেটে তিনি নিয়েছেন মোট ৪৬ উইকেট।

ডাগ ব্রেসওয়েল এসেছেন নিউজিল্যান্ডের একটি বিখ্যাত ক্রিকেট পরিবার থেকে। তাঁর বাবা ব্রেন্ডন ব্রেসওয়েল ও চাচা জন ব্রেসওয়েল দুজনই টেস্ট ক্রিকেট খেলেছেন। জন ব্রেসওয়েল পরে একাধিকবার নিউজিল্যান্ড দলের কোচও ছিলেন। তাঁর অন্য দুই চাচা ডগলাস ও মার্ক খেলেছেন প্রথম শ্রেণির ক্রিকেট।

চাচাতো ভাই মাইকেল ব্রেসওয়েলের সঙ্গে তিনি দুটি ওয়ানডে ও একটি টেস্ট ম্যাচ খেলেছেন। মাইকেল আগামী মাসে ভারতের সফরে নিউজিল্যান্ডের ওয়ানডে দলের অধিনায়কত্ব করবেন। দুজন ২০১০ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও একসঙ্গে খেলেছিলেন।

প্রথম শ্রেণির ক্রিকেটে ব্রেসওয়েলের অর্জন বেশ বিরল। তিনি ৪ হাজারের বেশি রান ও ৪০০-এর বেশি উইকেট নেওয়া ক্রিকেটারদের একজন। নিউজিল্যান্ডে এই কীর্তি আছে কেবল আরেকজনের স্পিনার জিতেন প্যাটেলের।

১৩৭ ম্যাচের প্রথম শ্রেণির ক্যারিয়ারে ব্রেসওয়েল নিয়েছেন ৪৩৭ উইকেট (গড় ৩১.০৮) এবং করেছেন ৪৫০৫ রান (গড় ২৫.৪৫), যেখানে রয়েছে তিনটি শতক।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com