শিরোনাম :
বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম বেনাপোল কাস্টমসে রাজস্ব আদায়ে বড় ধ্বস, ছয় মাসে ঘাটতি এক হাজার কোটি টাকা পূবাইলের মিরের বাজার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া কুমিল্লায় শতাধিক সংবাদকর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পলাশবাড়ীতে জিয়া পরিষদের আয়োজনে প্রয়াত খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা কালীগঞ্জে ঐতিহ্যবাহী জামাই মেলায় মানুষের ঢল মৌলভীবাজারে ভিলেজ ক্রাইম নোট বুক সংক্রান্ত পুলিশের কর্মশালা অনুষ্ঠিত কুয়েত প্রবাসী বাংলাদেশির লাশ ফিরলো দেশে ঢাকাস্থ তাড়াইল বিএন পি ঐক্য ফোরাম এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা। লামায় পুলিশের অভিযানে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র সহ সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রাজধানীর বেড়েছে ঠান্ডাজনিত রোগ, বেশি আক্রান্ত শিশুরা

রাজধানীর বেড়েছে ঠান্ডাজনিত রোগ, বেশি আক্রান্ত শিশুরা

নিজস্ব প্রতিবেদক

শীত বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীর হাসপাতালে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত শিশুদের চাপ বেড়েছে। জ্বর, সর্দি–কাশি, শ্বাসকষ্ট ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে প্রতিদিনই ভিড় করছে অসংখ্য শিশু। রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত জাতীয় শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে পরিস্থিতি সবচেয়ে বেশি চোখে পড়ছে।

হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত নভেম্বর ও ডিসেম্বরে এই হাসপাতালে বহির্বিভাগে চিকিৎসা নিয়েছে প্রায় ৬২ হাজার শিশু। এ সময় প্রায় সাত হাজার শিশুকে ভর্তি করা হলেও শয্যা সংকটের কারণে অনেককেই কয়েক দিন অপেক্ষা করতে হচ্ছে। শুধু ডিসেম্বর মাসেই হাসপাতালে মারা গেছে ১৩৪ নবজাতক।

 

আজ জরুরি বিভাগে দেখা যায়, সাত মাস বয়সী শিশু সোহাকে কোলে নিয়ে অপেক্ষা করছেন তার মা। কয়েক দিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছে সে। এমন দৃশ্য হাসপাতালের বিভিন্ন বিভাগেই দেখা গেছে।

আরও পড়ুন: ঢাকার শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা
চিকিৎসকদের মতে, শীতের এই সময়ে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত শিশুর সংখ্যা স্বাভাবিকের তুলনায় অনেক বেশি। নিউমোনিয়া, অ্যাজমা ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে শিশুরা হাসপাতালে আসছে।

হাসপাতালের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিউমোনিয়ায় আক্রান্ত ৪৭ জন, অ্যাজমায় ৩১ জন, সাধারণ সর্দি–জ্বরে ২০৯ জন এবং শ্বাসকষ্টসহ বিভিন্ন উপসর্গ নিয়ে ২৮৭ শিশু বহির্বিভাগে চিকিৎসা নিয়েছে।

 

হাসপাতাল সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় শিশু হাসপাতালে ছয়জন নবজাতকের মৃত্যু হয়েছে। বিশেষজ্ঞরা শীতের এই সময়ে শিশুদের বাড়তি যত্ন নেওয়ার ওপর জোর দিচ্ছেন।

শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের আবাসিক মেডিকেল অফিসার ডা. কামরুন নাহার বলেন, ‘শীতকালে ঠান্ডা–কাশিজনিত সমস্যা নিয়ে শিশুরা বেশি আসে। অনেকের বমি হচ্ছে। এই সময়টাতে রোগের প্রকোপ স্বাভাবিকভাবেই বেড়ে যায়।’

আরও পড়ুন: শীতে শিশুকে সর্দি-কাশিমুক্ত রাখতে
হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. লুনা পারভীন বলেন, ‘নবজাতক শিশুদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা জরুরি। হাত, পা ও কান ঢেকে রাখতে হবে। ঘরে আলো–বাতাস চলাচলের ব্যবস্থা থাকতে হবে। বড় শিশুদের পর্যাপ্ত তরল ও পুষ্টিকর খাবার নিশ্চিত করা দরকার।’

তিনি আরও বলেন, ‘এখন এমন অনেক শিশুকে পাওয়া যাচ্ছে যাদের ঘন ঘন ঠান্ডা লাগছে, শ্বাসকষ্ট বাড়ছে এবং সহজে ভালো হচ্ছে না। ডায়রিয়ার রোগীর সংখ্যাও বেড়েছে।’

এমআই

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com