শিরোনাম :
বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম বেনাপোল কাস্টমসে রাজস্ব আদায়ে বড় ধ্বস, ছয় মাসে ঘাটতি এক হাজার কোটি টাকা পূবাইলের মিরের বাজার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া কুমিল্লায় শতাধিক সংবাদকর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পলাশবাড়ীতে জিয়া পরিষদের আয়োজনে প্রয়াত খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা কালীগঞ্জে ঐতিহ্যবাহী জামাই মেলায় মানুষের ঢল মৌলভীবাজারে ভিলেজ ক্রাইম নোট বুক সংক্রান্ত পুলিশের কর্মশালা অনুষ্ঠিত কুয়েত প্রবাসী বাংলাদেশির লাশ ফিরলো দেশে ঢাকাস্থ তাড়াইল বিএন পি ঐক্য ফোরাম এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা। লামায় পুলিশের অভিযানে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র সহ সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

শতকোটি টাকার অবৈধ সম্পদ: সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন ও তার পরিবারের বিরুদ্ধে দুদকের ২ মামলা

শতকোটি টাকার অবৈধ সম্পদ: সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন ও তার পরিবারের বিরুদ্ধে দুদকের ২ মামলা

বগুড়াপ্রতিনিধি
​বগুড়ায় প্রায় শতকোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে পুলিশের আলোচিত সাবেক অতিরিক্ত ডিআইজি হামিদুল আলম মিলন, তার স্ত্রী এবং তিন বোনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (১২ জানুয়ারি) দুদক বগুড়া জেলা কার্যালয়ে মামলা দুটি দায়ের করেন সহকারী পরিচালক জাহিদুল ইসলাম।

​দুদকের দায়ের করা প্রথম মামলায় সাবেক অতিরিক্ত ডিআইজি হামিদুল আলম মিলন এবং তার তিন বোন—আজিজা সুলতানা, আরেফা সালমা ও শিরিন শবনমকে আসামি করা হয়েছে। এই মামলায় তাদের বিরুদ্ধে ২৭ কোটি ৬০ লাখ ৩ হাজার ৯০৫ টাকার সম্পদের তথ্য গোপন এবং অসাধু উপায়ে ৩৫ কোটি ১৭ লাখ ৮৭ হাজার ৯৯৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
​দ্বিতীয় মামলায় মিলনের স্ত্রী শাহাজাদী আলম লিপি এবং হামিদুল আলম মিলনকে আসামি করা হয়েছে। এতে ১৯ কোটি ৫৬ লাখ ২৭ হাজার ৮৭৮ টাকার সম্পদের তথ্য গোপন এবং ২৬ কোটি ১ লাখ ২৯ হাজার ৯৯৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

​দুদকের অনুসন্ধানে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। এজাহারে উল্লেখ করা হয়েছে ​বোনদের নামে সম্পদ: হামিদুল আলমের মা ও তিন বোন গৃহিণী হওয়া সত্ত্বেও তাদের নামে বিপুল সম্পদ কেনা হয়। পরে ‘হেবা দলিল’-এর মাধ্যমে সেই সম্পদ মিলন নিজের নামে স্থানান্তর করেন।
​শাশুড়ির মাধ্যমে অর্থপাচার: একইভাবে মিলনের শাশুড়ির নামে প্রথমে সম্পদ কেনা হয়, যা পরবর্তীতে তার স্ত্রী শাহাজাদী আলম লিপির নামে হস্তান্তর করা হয়। দুদকের মতে, এটি ঘুষ ও দুর্নীতির অর্থ বৈধ করার একটি অপকৌশল।
​মৃত স্বজনদের দায়: মিলনের মা রওশন আরা বেগম এবং শাশুড়ি সাফিয়া খাতুন মৃত্যুবরণ করায় তাদের আসামি করা সম্ভব হয়নি।

​উল্লেখ্য, শাহাজাদী আলম লিপি ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সেই নির্বাচনে সরকারি গাড়ি ব্যবহার করে স্ত্রীর পক্ষে প্রচারণায় অংশ নেওয়ায় হামিদুল আলম মিলনকে সাময়িক বরখাস্ত করা হয়। পরবর্তীতে ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে তাকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়।

​মামলার বাদী ও দুদকের সহকারী পরিচালক জাহিদুল ইসলাম জানান, “দীর্ঘ অনুসন্ধান শেষে আমরা বিপুল পরিমাণ সম্পদের অসঙ্গতি পেয়েছি। ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে অর্জিত এই সম্পদের দায়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।”
​এ বিষয়ে বক্তব্য জানতে হামিদুল আলম মিলনের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া গেছে।
ছবি সংগৃহীত

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com