আবুল কালাম আজাদ ,কক্সবাজার প্রতিনিধি:
বান্দরবানের নাইক্ষ্যাংছড়িতে ১ কেজি ৮০০ গ্রাম গাঁজা ও টমটম গাড়ী সহ ১ চোরাচালানকারীকে আটক করেছে পুলিশ ।
বুধবার (০৯ জুন) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ইনচার্জ(ওসি) মুহাম্মদ আলমগীর হোসেনের নির্দেশে ঘুমধুম তদন্ত কেন্দ্রের ইনচার্জ(ওসি তদন্ত) দেলোয়ার হোসেনের নেতৃত্বে এসআই ইউনুছ মিয়াসহ পুলিশের একটি বিশেষ দল নাইক্ষ্যাংছড়ির ঘুমধুমের বেতবুনিয়া বাজার এলাকাতে অভিযান চালায় ,শফিক আলম নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয় । এ সময় ১ কেজি ৮০০গ্রাম গাঁজা, ০১টি চোরাই টমটমগাড়ীও জব্দ করে পুলিশ ।
আটককৃত ব্যাক্তি শফিক আলম (২১) উখিয়ার পালংখালী ইউপির গয়ালমারা ৭নং ওয়ার্ড বাসিন্দা রাজ্জাক আলীর ছেলে ।
শফিক তার জবান বন্দীদের পুলিশকে জানায় প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে চট্টগ্রামের উদ্দেশ্য মালামাল সমুহ নিয়ে যাচ্ছিল ।
এ ব্যাপারে নাইক্ষ্যাংছড়ি থানায় মামলা রুজু করা হয়েছে বলে ওসি মুহাম্মদ আলমগীর হোসেন জানিয়েছেন ।
Leave a Reply