কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের শহরে গোয়েন্দা পুলিশ এক অভিযান চালিয়ে বিপুল পরিমানে ইয়াবা সহ ১ রোহিঙ্গা নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে ।
১০/জুন ২১ তারিখ সকাল অনুমান গোয়েন্দা শাঁখার পুলিশের বিশেষ দল মাদক বিরোধী অভিযান চালায় এই সময় কক্সবাজারের সদর ০৬নং ঘাট, নুনিয়ারছড়া এলাকা হতে ১৩ শত ৬০ পিস ইয়াবা সহ একজন রোহিংগা মহিলাকে আটক করা হয় ।গ্রেফতারকৃত রোহিঙ্গা নারী ছেনোয়ারা বেগম (৩৩), সেই টেকনাফের বাসিন্দা ইব্রাহীমের সহধর্মীনি । সুত্রে জানা গেছে সেই ইয়াবা পাচারকারী চক্রের সাথে জড়িত ।
পুলিশ জানান এই ব্যাপারে তার বিরোধে মামলা রুজু করা হয়েছে ।
Leave a Reply