নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে সৎ ভাইদের হাতে ভাই নিহত হয়েছেন। নিহতের নাম ইসমাইল হোসেন (৪০)। ইসমাইল রাজশাহীর পবা উপজেলার সারংপুর গ্রামের আবদুল বাকীর ছেলে।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১০ জুন) সকালে তার মৃত্যু হয়। ইসমাইলের সৎ ভাই সাফি (৩২), জোহর (২২) এবং জোহরের স্ত্রী রত্না খাতুন (২০)-এর বিরুদ্ধে ইসমাইলকে হত্যার অভিযোগ উঠেছে। নিহত ইসমাইলের মামা মো. কামরুজ্জামান এ দাবি করেছেন।
তিনি জানান, গতকাল বুধবার (৯ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাফি, জোহর ও রত্মা বাড়ির সামনে ইসমাইলের ওপর অতর্কিত হামলা করেন। তারা ইসমাইলের মাথায় হাসুয়া দিয়ে কোপ দেয়। এরপর তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ইসমাইল মারা যান।
পবা থানার পরিদর্শক (তদন্ত) বানী ইসরাইল জানান, ইসমাইল এবং তার সৎ ভাইদের বাড়ি পাশাপাশি। সৎ ভাইয়েরা বাড়িতে কেউ নেই। হত্যাকাণ্ডের বিষয়ে তিনি তদন্ত শুরু করেছেন। রামেকের মর্গে নিহত ইসমাইলের লাশের ময়নাতদন্ত করা হবে। এরপর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ নিয়ে থানায় হত্যা মামলা দায়ের হবে।
Leave a Reply