দিনাজপুর প্রতিনিধি:
খেলনা পিস্তল, চাকু নিয়ে ফেন্সিডিল খেতে এসে পুলিশের হাতে ধরা পড়েছেন দুই যুবক। তাদের কাছ থেকে দুটি খেলনা পিস্তল, একটি টিপ চাকু উদ্ধার করা হয়েছে। তাদের দেখানো জায়গা থেকে ৯ বোতল ফেন্সিডিল ও এক ব্যাগ খালি বোতল উদ্ধার করেছে বিরামপুর পুলিশ। শনিবার দুপুরে দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের হরিহরপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন শেখ সাদাব বাবু ( ২৮), তিনি নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার পুরাতন বাবু পাড়া এলাকার ডা. শেখ নবাব আলীর ছেলে এবং নাইমুল হক (২৮), তিনি রংপুর কোতয়ালী থানার মুন্সিপাড়া এলাকার ফজলুল হকের ছেলে।
পুলিশ জানায়, বিরামপুরের হরিহরপুর এলাকায় এক ব্যক্তির বাড়িতে ফেন্সিডিল বেচাকেনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে রংপুর ও সৈয়দপুর এলাকার দুই যুবককে আটক করা হয়। ওই দুই যুবকের দেহ তল্লাশি করে দুটি খেলনা পিস্তল ও একটি টিপ চাকু উদ্ধার করে পুলিশ। এরপর তাদের দেওয়া তথ্যে একটি বাঁশঝাড় থেকে ৯ বোতল ফেন্সিডিল ও এক ব্যাগ খালি বোতল উদ্ধার করা হয়।
বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করে জানান, ফেন্সিডিল খাওয়ার অভিযোগে দুই যুবককে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে দুটি খেলনা পিস্তল ও একটি চাকু উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে কিছু ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।
Leave a Reply