চট্টগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রামে বাসে তরুণীকে ধর্ষণের ঘটনায় আটক পাঁচজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। শনিবার বিকেলে চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহরিয়ার ইকবালের আদালতে এ জবানবন্দি দেন তারা।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলা পুলিশের পরিদর্শক (আদালত) হুমায়ুন কবির বলেন, তরুণীকে ধর্ষণের ঘটনায় মিরসরাই থানায় করা মামলায় আটক ছয়জনকে শনিবার বিকেলে আদালতে হাজির করা হয়। সেখানে পাঁচজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
জবানবন্দি দেয়া পাঁচজন হলেন- বাসচালক ইসমাইল, হেলপার শাহাদাত হোসেন মামুন, আল আমিন, বেলাল ও সাগর।
পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম নগরের আকরশাহ থানা এলাকার ওই তরুণী পেশায় গার্মেন্টস কর্মী। তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বাসচালক আশরাফুলের। এরই জেরে বুধবার রাতে সীতাকুণ্ড এক্সপ্রেস নামে একটি লোকাল বাসে বড় দারোগার হাটের উদ্দেশ্যে রওনা দেন ওই তরুণী। বাসটি সীতাকুণ্ড এসে আর যাবে না বলে সব যাত্রী নামিয়ে উল্টো হাফিজ জুট মিল এলাকায় যায়।
জুট মিল এলাকায় গিয়ে প্রেমিক আশরাফুল ও তার সহযোগী শাহাদাত ওই তরুণীকে ধর্ষণ করেন। এরপর রানা নামে আরেক সহযোগী তাকে বিপদ থেকে সাহায্য করবে বলে মিরসরাই উপজেলার সাহেরখালী এলাকায় নিয়ে গিয়ে আটকে রেখে দুইদিন ধরে ধর্ষণ করেন। শুক্রবার ধর্ষণের শিকার তরুণী পালিয়ে গিয়ে প্রথমে সীতাকুণ্ড ও পরে মিরসরাই থানার শরণাপন্ন হয়ে অভিযোগ করেন। অন্তত ১০ যুবক তাকে দফায় দফায় ধর্ষণ করেন বলে তথ্য দেন তিনি।
Leave a Reply