মোরেলগঞ্জ প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে গাঁজা ও ইয়াবাসহ মোশারেফ কাজী ওরফে মুছা ওরফে মোশা (৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। সে কাঠালতলা গ্রামের হামেজ আলী কাজীর ছেলে। রবিবার বিকেল ৬ টার দিকে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
এ বিষয়ে থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, মোশা কাজী নিজ বাড়িতে বসে কয়েকজন খুচরা ব্যবসায়ীর হাতে গাঁজা ও ইয়াবা তুলে দিবে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। এ সময় মোশার ঘরের বিভিন্ন স্থানে তল্লাশি করে আড়াইশ গ্রাম গাঁজা ও তার শরীর তল্লাশী করে ১০ পিচ ইয়াবা ট্যাবলেট ও নগদ ৩ হাজার ৩১০ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
মোশা কাজী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫টি নিয়মিত মামলা রয়েছে বলেও ওসি জানান।
Leave a Reply