ব্রাহ্মণবাড়িয়ায়প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ায় কঠোর বিধি-নিষেধ চলাকালে মোটরসাইকেল নিয়ে ঘোরাঘুরি করতে থাকা যুবকের দেহ তল্লাশি করে ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জাম পান ভ্রাম্যমাণ আদালত।
পরে মো. এনামুল হক নামের ওই যুবককে ভ্রাম্যমাণ আদালত তিন মাসের কারাদণ্ড দেন ও জরিমানা করেন।
এনামুল কাউতলী এলাকার কালন মিয়ার ছেলে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সন্দ্বীপ তালুকদার এ সাজা দেন তাকে।
স্থানীয় সূত্র জানায়, দুপুর আড়াইটার দিকে কাউতলী এলাকায় মুখে মাস্কবিহীন অবস্থায় বেপরোয়াভাবে চালানো হচ্ছিল একটি নম্বরবিহীন মোটরসাইকেল। এ সময় পুলিশ সদস্যরা এর আরোহীকে আটক করেন। পরে তার দেহ তল্লাশি করে শার্টের পকেট থেকে এক পিস ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।
এ সময় ভ্রাম্যমাণ আদালতে তাকে তিন মাসের কারাদণ্ড ও ৩ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ১০ দিনের কারাদণ্ড দেন।
Leave a Reply