কক্সবাজারপ্রতিনিধি :
কক্সবাজারের টেকনাফের হেয়াইক্যাং ইউনিয়নের উংচিপ্রান গ্রামে অভিযান চালিয়ে মাদক সিন্ডিকেটের সদস্য মোঃ শাকের উরফে ডালিমকে (২৮) কে ইয়াবা ও বিয়ারসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সদস্যরা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সিরাজুল মোস্তফার মুকুল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে তাঁরই নেতৃত্বে মাদকের একটি বড় চালানের জন্য টেকনাফ থানাধীন হোয়াইক্যাং ইউনিয়নের উংমচিপ্রাং এলাকায় অবস্থান করে। পরবর্তীতে সকালে চালানের মালিক মৃত সফর আহমদের ছেলে মোঃ শাকেরের বাসায় অভিযান পরিচালনা করে ২০ হাজার পিস ইয়াবা ও ১২০ ক্যান আমেরিকান (ডাইয়াব্লু) বিয়ার উদ্ধার করা হয়।
Leave a Reply