সাংবিধানিকভাবে বর্তমান সরকার বৈধ: অ্যাটর্নি জেনারেল

সাংবিধানিকভাবে বর্তমান সরকার বৈধ: অ্যাটর্নি জেনারেল

নিজস্ব প্রতিবেদক,
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তী সরকার সাংবিধানিকভাবে বৈধ এবং সব কিছুই আইন মেনে হচ্ছে বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

এছাড়া দ্বিকক্ষ বিশিষ্ট শাসনব্যবস্থা প্রবর্তন নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান যে প্রস্তাব দিয়েছেন তা সময়োপযোগী বলেও মনে করেন তিনি।

বৃহস্পতিবার দুপুরে সুপ্রিমকোর্টে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা মো. আসাদুজ্জামান।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর ক্ষমতা হ্রাস করা, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি করাসহ সংবিধান সংশোধন করা খুবই জরুরি।

পাশাপাশি প্রধান বিচারপতির ক্ষমতা বৃদ্ধি করাসহ বিচারকদের স্বাধীনভাবে কাজ করার জন্য বিচার বিভাগের সংস্কার কাজও জরুরি বলে মনে করেন তিনি।

এদিকে সংবিধানের ৭০ অনুচ্ছেদ ক্ষমতার ভারসাম্য নষ্ট করছে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল। বলেন, এই অনুচ্ছেদের সংশোধনী জরুরি।

বলেন, আমি ব্যক্তিগতভাবে চাই সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংস্কার হোক। ৭০ অনুচ্ছেদ সংস্কার হলে এতে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা জেঁকে বসতে পারবে না।

আর আইন, শাসন ও বিচার বিভাগের ভারসাম্য আনার জন্যই সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানান আসাদুজ্জামান।

তিনি বলেন, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত সব কাজ সংবিধান অনুসারে করছে। এই সরকার গঠনের আগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে লিখিত বৈধতা দেওয়া হয়েছে।

অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারের জন্য যে ছয়টি কমিশন গঠন করা হয়েছে তাতে জন মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে বলেও মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com