চরফ্যাশন (ভোলা )প্রতিনিধিঃ
চরফ্যাশন উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দুলালের বাবা আলহাজ্ব খলিলুর রহমান এবং সাবেক বিএনপি নেতা জাকির হোসেন বাবলু’র কবর জিয়ারত করেছেন ভোলা-৪(চরফ্যাশন- মনপুরা) আসনের বিএনপি দলীয় সাবেক এমপি নাজিম উদ্দিন আলম।
১২ অক্টোবর শনিবার দুপুরে তিনি নিহতদের কবরগুলো জিয়ারত করেন।
কবর জিয়ারত শেষে সাবেক এমপি নাজিম উদ্দিন আলম চরফ্যাশন উপজেলা সদর হাসপাতালে যান। সেখানে অসুস্থ্য রুগীদের খোঁজ খবর নেন। এসময় কয়েকজন রুগীর সঙ্গে কথা বলেন তিনি। পরে তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং রুগীদের যথাযথ চিকিৎসা দেওয়ার পরামর্শ দেন।
উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আ.ন.ম আমিরুল ইসলাম মিন্টিজ, সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশ্রাফুর রহমান দিপু ফরাজী, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব সম্পাদক শহিদুল ইসলাম দুলাল, সাবেক দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম আছলামী, সাবেক আপ্যায়ন বিষয়ক সম্পাদক সামছুদ্দিন কাউছ, উপজেলা শ্রমিক দলের সভাপতি মীর আবুল কালাম আজাদ, সাধারন সম্পাদক শেখ হারুন অর রশিদ, উপজেলা কৃষক দলের সভাপতি অধ্যাপক নুরুল ইসলাম, উপজেলা ছাত্রদল নেতা আলী মুর্তজা, পৌর যুবদল নেতা সৈকত মালতিয়াসহ দলীয় নেতাকর্মীরা এসময় তার সঙ্গে ছিলেন।
Leave a Reply