জ্যেষ্ঠ প্রতিবেদক
মোহাম্মদপুরের ঢাকা ও চাঁদ উদ্যানের আতঙ্ক কব্জিকাটা গ্রুপের অন্যতম সহযোগী মো. বিল্লাল ওরফে ভাগ্নে বিল্লাল ওরফে অগ্নি বিল্লালকে (২৮) গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) আদাবরের শ্যামলী হাউজিং এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাব-২।
শুক্রবার (২৮ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছে র্যাবের মিডিয়া বিভাগ।
র্যাব জানিয়েছে, মোহাম্মদপুর থানার হত্যা মামলার এজাহার নামীয় আসামি বিল্লাল। বিল্লাল কব্জিকাটা গ্রুপের অন্যতম সহযোগী। বিল্লালসহ গ্রুপের সদস্যরা ঢাকা ও চাঁদ উদ্যান এলাকায় সাধারণ মানুষকে পথে ঘাটে হামলা করে। টাকা পয়সা মোবাইল ছিনিয়ে নেয়। কেউ বাধা দিলে তাকে কুপিয়ে আহত করে ও হাতের কব্জি কেটে উল্লাস করে।
Leave a Reply