শিক্ষা ডেস্ক:
লেকচারার অ্যাসিস্ট্যান্ট প্রফেসরস ফোরামের সভাপতি অধ্যাপক খালেদ মাহমুদ সুজন ও সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মো. আশিক মিয়া। ছবি: সংগৃহীত
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) প্রভাষক ও সহকারী অধ্যাপকদের সংগঠন লেকচারার অ্যাসিস্ট্যান্ট প্রফেসরস ফোরামের নতুন কমিটি গঠিত হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে ফিজিওলজি বিভাগের সহকারী অধ্যাপক খালেদ মাহমুদ সুজন ও সাধারণ সম্পাদক হিসেবে ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. আশিক মিয়া নির্বাচিত হয়েছেন।
সোমবার (১ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
১৯ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহসভাপতি পোল্ট্রিবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আনজুয়ারা খাতুন, কোষাধ্যক্ষ পোল্ট্রিবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক বিপুল চন্দ্র রায়, যুগ্ম সম্পাদক-১ ফিশারিজ টেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক মো. মোবারক হোসেন, যুগ্ম সম্পাদক-২ ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সাদিয়া আফরিন যূথী, সাংগঠনিক সম্পাদক কৃষি ও ফলিত পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক ফজলে এলাহী, তথ্য-প্রযুক্তি ও প্রচার সম্পাদক মাইক্রো বায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের সহকারী অধ্যাপক সাদিয়া আফরিন পুনম, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের সহকারী অধ্যাপক শিরিন আক্তার, সাংস্কৃতিক সম্পাদক কৃষি ব্যবসা ও বিপণন বিভাগের সহকারী অধ্যাপক ইসরাত জাহান মাহফুজা। এ ছাড়াও নয়জন সহকারী অধ্যাপক কমিটিতে সাধারণ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।
Leave a Reply