মোঃ রমজান আলী
আওয়ামী লীগের শাসনামলকে ‘অন্ধকার সময়’ আখ্যা দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আমরা ঘোর অন্ধকার থেকে আলোতে এসেছি। প্রায় ১৫ বছরের ফ্যাসিস্ট শাসনের পর অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা মুক্ত হয়েছি।’
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে ঠাকুরগাঁওয়ের হরিপুর স্টেডিয়ামে “মির্জা রুহুল আমিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের” ফাইনাল খেলা উদ্বোধনের সময় তিনি এমন মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, ‘অন্তর্বর্তী সরকার আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দিয়েছে। আমরা প্রত্যাশা করি দেশের মানুষ হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টান সবাই এক হয়ে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করবে। আমরা গণতন্ত্রকে আরও মসৃণ ও প্রতিষ্ঠিত করতে চাই।’
বক্তব্য শেষে তিনি টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন ঘোষণা করেন।
ফাইনাল খেলায় ঠাকুরগাঁও জেলা ফুটবল দল মুখোমুখি হয় সৈয়দপুর ফুটবল একাদশের। রোমাঞ্চকর ম্যাচে ট্রাইব্রেকারে ৫/৪ গোলে জয়ী হয় ঠাকুরগাঁও ফুটবল দল।
এর আগে দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় মির্জা ফখরুল বলেন, সংখ্যানুপাতিক ভোট বা পিআর পদ্ধতির ভোট কেউ বোঝে না।
তিনি বলেন, ‘কয়েকটা দল পিআর নিয়ে চিৎকার করছে। পিআর বোঝে না কেউ। তাই এসব পিআর নাটক বাদ দিয়ে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করি।’
প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, ‘দেশের মানুষ এখন জেগে উঠেছে। তারা চায় নিজের হাতে ভোট দিতে, নিজেদের জনপ্রতিনিধি নিজেরাই বেছে নিতে। জনগণ ভোট দিতে চায়- কেউ তাদের সেই অধিকার থেকে বঞ্চিত করতে পারবে না। তাই আসুন, এসব পিআর নাটক বাদ দিয়ে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করি। যারা জনগণের ভোটে জিতবে, তারাই সরকার গঠন করবে ও পরবর্তীতে সমস্যাগুলো সমাধান করবে।’
Leave a Reply