গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের টঙ্গীতে অপহরণের ৮ ঘণ্টা পর খোকন মোল্লা (৪০) নামের এক ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ। এসময় অপহরণকারী দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়। একইসময় তাদের কাছ থেকে ১২ হাজার টাকা জব্দ করা হয়।
মঙ্গলবার (৮ জুন) দিবাগত রাতে টঙ্গীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
অপহৃত খোকন সিরাজগঞ্জের শাহজাদপুরের কুলিয়ারচর গ্রামের আজিজুল হকের ছেলে। তিনি প্রায় ১০ বছর ধরে টঙ্গীর পশ্চিম থানার গাজীপুরা এলাকার ফারুক হোসেনের বাড়িতে কেয়ারটেকার হিসেবে কর্মরত রয়েছেন।
পরে অপহরণকারীরা খোকনের পরিবারের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করেন ও তার ওপর শারীরিক নির্যাতন চালান। পরবর্তীতে খোকনের স্বজনরা তাদের দেয়া বিকাশ নম্বরে ২৫ হাজার টাকা পাঠায়।
Leave a Reply