নিজস্বপ্রতিবেদক:
রাজধানীর মিরপুরের কালশীতে ট্রাকের ধাক্কায় মো. সিয়াম মৃধা (১৫) নামে এক গার্মেন্টসকর্মী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় মোটরসাইকেল চালক মো. নয়ন (১৮) আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাত ১১টার দিকে পল্লবী থানাধীন মিরপুর কালশী ফ্লাইওভারের নিচে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিয়ামের গ্রামের বাড়ি বাগেরহাটে। তার বাবার নাম মো. আবু বক্কার। বর্তমানে মিরপুর ইস্টার্ন হাউজিং এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন।
নিহত সিয়ামের দুলাভাই মোহাম্মদ রিয়াজ জানান, সিয়াম তার বন্ধু নয়নের সঙ্গে বৃহস্পতিবার রাত ১১টার দিকে ঘুরতে বের হয়। কালশী ফ্লাইওভারের নিচে একটি দ্রুতগতির ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে তারা দুইজন সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। সেখান থেকে গুরুতর আহত অবস্থায় সিয়াম মৃধাকে রাত পৌনে একটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মোটরসাইকেল চালক নয়নকে স্থানীয় হাসপাতালে দেওয়া হয়েছে।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইন চার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট পল্লবী থানায় অবগত করা হয়েছে।
Leave a Reply