বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক শাবিপ্রবি
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষক–কর্মকর্তাদের জন্য নির্মিত টেনিস কোর্টটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। অর্ধকোটি টাকা ব্যয়ে নির্মিত এ কোর্টে কোনো শিক্ষক–কর্মকর্তা খেলতে যান না। ফলে কোর্টটি এখন আগাছায় ভরা পরিত্যক্ত স্থানে পরিণত হয়েছে।
অন্যদিকে শিক্ষার্থীরা বলছেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য ইনডোর স্পোর্টস সুবিধা না থাকায় অব্যবহৃত কোর্টটি সংস্কার করে ইনডোর স্পোর্টস কমপ্লেক্সে রূপান্তর করা হোক।
খোঁজ নিয়ে জানা গেছে, ২০২২ সালের অক্টোবর মাসে বিশ্ববিদ্যালয় ক্লাব সংলগ্ন টিলার পাশে শিক্ষক–কর্মকর্তাদের জন্য নির্মাণ করা হয় টেনিস কোর্টটি। প্রাথমিকভাবে নির্মাণ ব্যয় ধরা হয়েছিল ৫১ লাখ টাকা, তবে কাজ শেষে ব্যয় হয় ৫০ লাখ ১০ হাজার টাকা। উদ্বোধনের অল্প কিছুদিনের মধ্যে কোর্টটি খেলার অনুপযোগী হয়ে পড়ে। অভিযোগ ওঠে, কোর্টটি নির্মাণে নিম্নমানের উপকরণ ব্যবহার করা হয়েছিল। বিষয়টি স্বীকারও করেছিলেন তৎকালীন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
পরে কোর্টটি সংস্কারের উদ্যোগ নেয় প্রশাসন। নতুন করে সুরক্ষা জালও বসানো হয়। কিন্তু তবুও কোনো শিক্ষক–কর্মকর্তা সেখানে খেলতে যান না বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।
সরেজমিনে দেখা গেছে, দীর্ঘদিন অব্যবহৃত থাকার কারণে কোর্টের ভেতরের নেট ছিঁড়ে গেছে। হার্ড কোর্টের ওপর জন্মেছে শ্যাওলা ও ঘাস। চারপাশ থাকা গাছের ডালপালা মাঠের ভেতরে ঢুকে পড়েছে। সুরক্ষা জালে ঝুলছে আগাছা ও লতাপাতা, ফলে নতুনভাবে সংস্কার করা জালটিও এখন নষ্ট হয়ে যাচ্ছে।
এদিকে শাবিপ্রবিতে শিক্ষার্থীদের জন্য কোনো ইনডোর স্পোর্টস সুবিধা নেই। ফলে অনেক শিক্ষার্থী বাধ্য হয়ে বাইরের ইনডোরে গিয়ে খেলাধুলা করেন, যা তাদের জন্য সময়সাপেক্ষ ও ব্যয়বহুল। শিক্ষার্থীরা বলছেন, শিক্ষক–কর্মকর্তাদের জন্য নির্মিত পরিত্যক্ত টেনিস কোর্টটি সংস্কার করে ইনডোরে রূপান্তর করলে তা শিক্ষার্থীদের ক্রীড়াচর্চার জন্য উপকারী হবে।
নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহাবুব হাসান অনু বলেন, আমরা দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ে ইনডোর স্পোর্টস সুবিধা স্থাপনের দাবি জানিয়ে আসছি। শিক্ষক–কর্মকর্তাদের জন্য নির্মিত টেনিস কোর্টটি এখন ব্যবহারহীন অবস্থায় জায়গাটি কার্যত জঙ্গলে পরিণত হয়েছে। তাই আমরা চাই এটি সংস্কার করে ইনডোর স্পোর্টস কমপ্লেক্সে রূপান্তরিত করা হোক।
তিনি বলেন, সিলেটের আবহাওয়ায় বছরের একটি বড় সময় বৃষ্টিপাত হয়। ফলে বাইরের মাঠে নিয়মিতভাবে খেলাধুলা করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনের মান উন্নয়নে ইনডোর স্পোর্টস সুবিধা এখন শুধু প্রয়োজন নয়।
বিস্তারিত জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম জাগো নিউজকে বলেন, টেনিস কোর্টটি বিশ্ববিদ্যালয় ক্লাব দেখভাল করে থাকেন। তারা যদি সংস্কারের প্রস্তাব দেন বা মনে করেন এটি ইনডোরে রূপান্তর করা যাবে তাহলে আমরা সেটা নিয়ে কাজ করবো। তবে শিক্ষার্থীদের কাছে হস্তান্তরের বিষয়ে শুধু বিশ্ববিদ্যালয় ক্লাব সিদ্ধান্ত নিতে পারবে।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে ইনডোর গেমস কমপ্লেক্স হবে এটা স্বাভাবিক। তবে আমাদের বিশ্ববিদ্যালয়ে সেটি নেই। তাই শিক্ষার্থীদের জন্য ইনডোর কমপ্লেক্স তৈরির লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। কেন এতদিনে ইনডোর হয়নি বিষয়গুলো ডিবিপিতে যাবে।
শিক্ষার্থীদের মতামত তারা বিশ্ববিদ্যালয় ক্লাবকে জানাতে পারেন উল্লেখ করে তিনি আরও বলেছেন, টেনিস কোর্টটি কেন অব্যবহৃত অবস্থান পড়ে আছে সে বিষয়ে তিনি বিশ্ববিদ্যালয় ক্লাবের সদস্যদের সঙ্গে কথা বলবেন।
Leave a Reply