কুমিল্লাপ্রতিনিধি,
২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় ফলাফল পুনঃনিরীক্ষণে কুমিল্লা শিক্ষা বোর্ডে ৩৩১ জনের ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে ফেল থেকে পাস করেছে ৯৩ জন এবং নতুন জিপিএ-৫ পেয়েছে ৩৬ জন। অন্যান্য গ্রেডে পরিবর্তন হয়েছে ২০২ জনের ফলাফল।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর)দুপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ড কুমিল্লার ওয়েবসাইটে এই পুনঃমূল্যায়নের ফল প্রকাশ হয়েছে।
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, গত ১৫ অক্টোবর এইচএসসি-২০২৪ সালের ফল প্রকাশ হয়। ফলাফল পুনঃনিরীক্ষণে জন্য আবেদন গ্রহণ করা হয় ১৬ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত। পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করে ২১ হাজার ৬১৪ জন পরীক্ষার্থী। এসব পরীক্ষার্থীর মোট ৫৮ হাজার ৮২৬টি উত্তরপত্র নিরীক্ষণ করা হয়েছে।
কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. আসাদুজ্জামান বলেন, ‘বোর্ডের নিয়মমতোই আবেদন গ্রহণ এবং পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণ করা হয়েছে। ২০২৪ সালের ফলাফলের পুনঃনিরীক্ষণের ফলাফল আমরা ওয়েবসাইটে প্রকাশ করেছি। এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৭১ দশমিক ১৫ শতাংশ, যা গত দুই বছরের তুলনায় কম। ফলাফলে ছেলেদের তুলনায় এগিয়ে আছে মেয়েরা। ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষাবোর্ড থেকে অংশ নিয়েছে ১ লাখ ১২ হাজার ৩১২ জন। সব বিষয়ে উত্তীর্ণ হয়েছে ৭৯ হাজার ৯০৫ জন, যা মোট ফলাফলের ৭১ দশমিক ১৫ শতাংশ।’
ড. আসাদুজ্জামান আরও বলেন, ‘এবারের পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে সাত হাজার ৯২২ জন, যা মোট ফলাফলের ৭ দশমিক ৫৪ শতাংশ। ২০২৩ সালে এ বোর্ডে পাসের হার ছিল ৭৫ দশমিক ৩৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল ৫ হাজার ৬৫৫ জন।
এছাড়া ২০২২ সালে পাসের হার ছিল ৯০ দশমিক ৭২ শতাংশ। জিপিএ-৫ ছিল ১৪ হাজার ৯৯১ জন। এ বছর ৪৬ হাজার ৯৪১ জন ছাত্র ও ৬৩ হাজার ৬৩৯ জন ছাত্রী পরীক্ষায় অংশ নিয়েছিল। এবার ৪৮ হাজার ৬৫ জন ছাত্রের মধ্যে পাস করেছে ৩২ হাজার ৫৫৮ জন ও ৬৪ হাজার। ২৪৭ জন ছাত্রীর মধ্যে পাস করেছে ৪৭ হাজার ৩৪৭ জন। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৯৬৮ জন ছাত্র ও ৪ হাজার ৯৫৪ জন ছাত্রী।
Leave a Reply