বিনোদন প্রতিবেদক :
অভিনয়ের চেয়ে এখন ব্যবসা ও মডেলিং নিয়েই বেশি ব্যস্ত চিত্রনায়িকা অপু বিশ্বাস। মাঝে মধ্যে ব্র্যান্ড প্রমোটর হিসেবেও দেখা যায় তাকে। ব্যস্ততার মাঝেও প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি শেয়ার করে তাক লাগিয়ে দেন ভক্তদের। বছরের প্রথম দিন একেবারে ভিন্ন লুকে হাজির হয়েছেন তিনি। সেইসঙ্গে দিয়েছেন একটি বার্তাও।
নিজের ফেসবুকে কয়েকটি ছবি শেয়ার করেছেন অপু। ছবিতে দেখা যাচ্ছে, অপুর পরনে রয়েছে কালো রঙের একটি মিনি গাউন। সঙ্গে লাল রঙের একটি ব্লেজার। পায়ে লং বুট জুতা। ঝুটিতে হেয়ার স্টাইল আর মেকআপে একদম ভিন্ন অবতারে ক্যামেরায় ধরা দিয়েছেন অপু।
ক্যাপশনে চিত্রনায়িকা জুড়ে দিলেন, ‘কোনো কিছুর শেষ থেকেই শুরু হয় নতুন কিছু।’
ক্যাপশনে অপু বিশ্বাসের এমন লেখা দেখে অনেকেই মনে করছেন চলতি বছরে হয়ত অভিনয়ে নিয়মিত হচ্ছেন তিনি।
ছবিগুলো পোস্ট করা মাত্রই নানান মন্তব্যে অপুকে প্রশংসায় ভাসাচ্ছেন নেটিজেনরা।
গেল নভেম্বর মাসে আভাস দিয়েছিলেন, নিজেকে অভিনয়ের জন্য পুরোপুরি ফিট করেই ক্যামেরার সামনে ফিরবেন তিনি। সেসময় তিনি বলেছিলেন, ‘অনেক সিনেমা করেছি, আগামীতে আরো অনেক সিনেমা করব। সেটার জন্য নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছি। এর জন্য যদি আরো সময় লাগে লাগুক। কোনো আফসোস নেই। কারণ, আমার তো সংখ্যা দরকার নেই। আমার এখন সুন্দর কাজের দরকার। এটার জন্য সময় নিয়ে নিজেকে প্রস্তুত করে কাজে নামতে চাই।’
Leave a Reply