শিরোনাম :
সিলেটের চা বাগান গুলো প্রুনিং পদ্ধতি শুরু বান্দরবান অভিযানে দুই আ.লীগ নেতা আটক নোয়াখালী চিশতী মঞ্জিলে বাৎসরিক ওরস উদযাপন  ইসলাম ধ্বংসাত্মক বিপর্যয় ইরানে বাতিল শিয়াবাদি স্বৈরতন্ত্রের রাষ্ট্রীয় জবরদখলকে ইসলামী বিপ্লব মনে করা ইসলামকে অস্বীকার করা — আল্লামা ইমাম হায়াত সিলেটে প্রবাসী তরুণী আপত্তিকর ছবি তৈরি !! অত:পর তরুণ রমজান মাসজুড়ে টিসিবির ট্রাক সেল চালু থাকবে: বাণিজ্য উপদেষ্টা দেশ ছেড়ে পালানোর সময় গ্রেফতার শেখ হেলালের পিএস মোদি-ট্রাম্প বৈঠকে গুরুত্ব পাবে বাংলাদেশ ইস্যু রাজধানীর কমলাপুরে সরকারি দফতরের ডেভিলদের আগে ধরতে হবে : মির্জা আব্বাস বিশ্বের দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১৪তম অবস্থানে বাংলাদেশ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যাগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বাণিজ্য মেলায় প্রবেশে টিকিট লাগবে না যাদের

বাণিজ্য মেলায় প্রবেশে টিকিট লাগবে না যাদের

নিজস্ব প্রতিবেদক
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের উদ্বোধন ঘোষণার মধ্য দিয়ে পর্দা উঠেছে এবারের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার। এবার প্রথমবারের মতো মেলায় প্রবেশ করতে দর্শনার্থীদের জন্য ‘ই-টিকেটিংয়ের’ ব্যবস্থা করা হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয় ও রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) যৌথ আয়োজনে শুরু হওয়া মেলায় প্রাপ্তবয়স্ক ও শিশুদের প্রবেশের ক্ষেত্রে ফি বাড়েনি।
মেলায় প্রবেশে প্রাপ্তবয়স্কদের জন্য এবারও টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা, যা আগের বছরও একই ছিল। শিশুদের জন্যও (১২ বছরের নিচে) আগেরবারের মতো ২৫ টাকা থাকছে টিকিটের মূল্য। তবে কার্ড দেখানো সাপেক্ষে বীর মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধীরা বিনামূল্যে মেলায় প্রবেশ করতে পারবেন।
বুধবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার কিছু আগে রাজধানী ঢাকার উপকণ্ঠে রূপগঞ্জের পূর্বাচল ৪ নম্বর সেক্টরে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) বাণিজ্য মেলার ২৯তম আসরের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। এটি চলবে মাসব্যাপী।

দেশে পণ্য প্রদর্শনীর সবচেয়ে বড় মেলাটি প্রতিবছরের শুরুর দিন উদ্বোধন করা হয়। বছর কয়েক থেকে এটি হচ্ছে পূর্বাচলে অবস্থিত বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি)। মাসব্যাপী মেলাটি সকাল ১০টায় শুরু হয়ে চলবে রাত ৯টা পর্যন্ত। আর সাপ্তাহিক ছুটির দিনে মেলা চলবে রাত ১০টা পর্যন্ত।

প্রথমবারের মতো ‘ই-টিকেটিং’

প্রথমবারের মতো মেলায় প্রবেশ করতে দর্শনার্থীদের জন্য ‘ই-টিকেটিংয়ের’ ব্যবস্থা করা হয়েছে।

স্মার্ট মোবাইল ফোনে ই-টিকিটের ইমেজ ও ভিসিবল ডিজিটাল সাইন (ভিডিএস) নামে পরিচিত কিউ আর কোড প্রদর্শনের সঙ্গে সঙ্গেই স্ক্যানারের কল্যাণে যাবতীয় তথ্য পৌঁছে যায় ই-গেটে। আর তথ্যপ্রাপ্তির কল্যাণে স্বয়ংক্রিয় পদ্ধতিতে কয়েক সেকেন্ডের জন্য খুলে যাবে এই গেট। একজন দর্শনার্থী প্রবেশের পর আবারও স্বয়ংক্রিয়ভাবে এ গেট বন্ধ হয়ে যায় এবং পরবর্তী দর্শনার্থী প্রবেশের জন্য প্রস্তুত হয়ে যায়।

এভাবে দ্রুততম সময়ের মধ্যে অনেক দর্শনার্থী মেলায় প্রবেশের সুযোগ পাবেন। সাধারণভাবে ই-গেটে লাল বাতি জ্বালানো থাকবে এবং সঠিক টিকেট প্রাপ্তি সাপেক্ষে সবুজ বাতি জ্বলবে এবং ই-গেট খুলে যাবে।

এই সিস্টেম চালু করায় মেলায় আগত দর্শনার্থীরা ঘরে বসেই মোবাইল টেলিফোন নির্ভর যেকোনো আর্থিক লেনদেনের সুবিধা কিংবা দেশের স্বনামধন্য বেশ কিছু ব্যাংকের অ্যাকাউন্ট ব্যবহার করে সহজেই টিকিট সংগ্রহ করতে পারবেন এবং তাদের মোবাইলে তা সংরক্ষিত থাকবে।

মেলায় প্রবেশের সময় মোবাইল ফোনে সংরক্ষিত এই টিকিটের ইমেজ প্রদর্শন করে একজন ব্যক্তি বা টিকিটে উল্লিখিত সংখ্যক দর্শনার্থী সহজেই মেলায় প্রবেশ করতে পারবেন। এতে মেলায় প্রবেশের জন্য মেলা প্রাঙ্গণের সামনে স্থাপিত টিকিট কাউন্টারে দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে থাকার বিড়ম্বনা থেকে দর্শকরা মুক্তি পাবেন। একইসঙ্গে কাগজ ও ছাপার খরচ পরিহার করে দেশের আর্থিক ব্যবস্থাপনা ও পরিবেশ উন্নয়নে অবদান রাখতে পারবেন।

যাত্রীবহনে থাকবে বিআরটিসির দুই শতাধিক বাস, উবারে ৫০ শতাংশ ছাড়

পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে বাণিজ্যমেলায় ক্রেতা-দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার্থে এ বছর বিআরটিসির ডেডিকেটেড বাস সার্ভিসের পাশাপাশি যুক্ত হচ্ছে বিশেষ ছাড়ে উবার সার্ভিস।

উবারের মাধ্যমে ৫০ শতাংশ ছাড়ে মেলায় যাত্রী পরিবহন করা হবে। এছাড়া মেলায় যেতে প্রতিবছরের মতো বিআরটিসির ডেডিকেটেড বাস সার্ভিস থাকবে।

কুড়িল বিশ্বরোড, ফার্মগেট (খেজুর বাগান/খামার বাড়ী), নারায়ণগঞ্জ ও নরসিংদী থেকে প্রতিদিন সকাল ৮টা থেকে বাণিজ্যমেলার উদ্দেশ্যে বিআরটিসির ২০০টির বেশি ডেডিকেটেড শাটল বাস চলবে। এছাড়া মেলা প্রাঙ্গণ থেকে একই গন্তব্যে শাটল বাসের সর্বশেষ ট্রিপ ছাড়বে রাত ১১টায়।

ফার্মগেট (খেজুর বাগান/খামার বাড়ী) টু মেলা প্রাঙ্গণ ভাড়া ৭০ টাকা, কুড়িল বিশ্বরোড টু মেলা প্রাঙ্গণ ভাড়া ৩৫ টাকা, নারায়ণগঞ্জ টু মেলা প্রাঙ্গণ ভাড়া ১২০ টাকা, নরসিংদী টু মেলা প্রাঙ্গণ ভাড়া ৯০ টাকা, মেলা প্রাঙ্গণ টু গুলিস্তান ভাড়া ৮০ টাকা এবং গুলিস্তান টু নারায়ণগঞ্জ ভাড়া ৪৫ টাকা (জনপ্রতি) নির্ধারণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com