“লালমাইপ্রতিনিধি,
“লালমাই উপজেলা নিয়ে ষড়যন্ত্র মানি না,মানবো না” এ স্লোগান নিয়ে লালমাই উপজেলার ফতেহপুরস্থ ভবনে উপজেলার সকল কার্যক্রম অতিদ্রুত বাস্তবায়নের দাবীতে
“লালমাই উপজেলা কার্যক্রম বাস্তবায়ন পরিষদ” নামে একটি সামাজিক সচেতনতা মূলক সংগঠনের আত্ম প্রকাশ হয়েছে। ১ফেব্রুয়ারী শনিবার বিকেলে উপজেলা ফতেহপুর মজুমদার মার্কেটের কার্যালয়ে মোঃ শামীম মজুমদার এর সভাপতিত্বে ও মোঃ হাবিব হোসেন সঞ্চালনায় প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় সর্বসম্মতিক্রমে লালমাই উপজেলা কার্যক্রম বাস্তবায়ন পরিষদের ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মোঃ শামীম মজুমদার কে আহবায়ক, যুগ্ম আহবায়ক মোঃ আমির হোসেন, যুগ্ম আহবায়ক এরশাদ মজুমদার, যুগ্ম আহবায়ক ফারক হোসেন, সদস্য সচিব মোঃ হাবিব হোসেন,সদস্য আবদুর রহিম, সদস্য মনির হোসেন।
উল্লেখ্য যে, লালমাই উপজেলার ৯ টি ইউনিয়নের জনসাধারণের প্রশাসনিক সেবা দ্রুত পাওয়ার লক্ষ্যে ২০১৭ সালে কুমিল্লা – নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাশে ফতেহপুর মৌজায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার লালমাই উপজেলা নামে একটি উপজেলার প্রজ্ঞাপন জারি করেন। তার পরিপ্রেক্ষিতে ভূমি অধিগ্রহণ এর মাধ্যমে ফতেহপুরে উপজেলা ভবনের কাজ শেষ পর্যায়ের দিকে। এমতাবস্থায় উপজেলা নিয়ে ষড়যন্ত্র করে যাচ্ছে বলে সংগঠনের নেতৃবৃন্দ জানান। তাঁর প্রতিবাদে সোচ্চার জনসাধারণের মুখপাত্র হিসাবে লালমাই উপজেলা কার্যক্রম বাস্তবায়ন পরিষদ গঠন করা হয়েছে।
১ ফেব্রুয়ারী শনিবার লালমাই উপজেলার কার্যক্রম দ্রুত বাস্তবায়নের দাবীতে এবং উপজেলা নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে কুমিল্লা – নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বাগমারা বাজারে মিছিল করেছে সংগঠনের নেতৃবৃন্দ। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে জনসমর্থন পেয়েছে।
Leave a Reply