বাংলাদেশ ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা ৯ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত

বাংলাদেশ ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা ৯ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত

নিজস্ব প্রতিবেদক

সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৬তম বিসিএসের আবশ্যিক ও পদসংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা ২৮ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করেছে। এই তথ্য রোববার (২৫ আগস্ট) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আনন্দ কুমার বিশ্বাস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৮ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত নির্ধারিত ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হলো। পরীক্ষার পরবর্তী তারিখ ও সময়সূচি ভবিষ্যতে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

গত বছরের ৩০ নভেম্বর ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এই বিসিএসে মোট ৩,১৪০টি ক্যাডার পদ রাখা হয়েছে। এর মধ্যে জেনারেল ক্যাডারে ৪৮৯টি পদ এবং টেকনিক্যাল (প্রফেশনাল) ক্যাডারে ২,০৭৪টি পদ রয়েছে।

এছাড়া সাধারণ শিক্ষায় ৫২০ জন ও কারিগরি শিক্ষায় ৫৭ জন সরকারি চাকরিতে নিয়োগ পাবেন। সবচেয়ে বেশি নিয়োগ হবে স্বাস্থ্য ক্যাডারে, যার মধ্যে বিসিএস সহকারী সার্জন পদে ১,৬৮২ জন ও সহকারী ডেন্টাল সার্জন পদে ১৬ জন নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com