রংপুরের অবশেষে উদ্বোধন হতে যাচ্ছে বেরোবির প্রধান ফটক

রংপুরের অবশেষে উদ্বোধন হতে যাচ্ছে বেরোবির প্রধান ফটক

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, বেরোবি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) শিক্ষার্থীদের বহুল আকাঙ্ক্ষিত স্বপ্নের প্রধান ফটকের শুভ উদ্বোধন হতে যাচ্ছে আগামী ২৯ সেপ্টেম্বরে।

রোববার (২২ সেপ্টেম্বর) সিন্ডিকেট রুমে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার সময় এসব কথা বলেন মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো শওকাত আলী।

নতুন গেট উদ্বোধনের ব্যাপারে ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী তুরিন বলেন, প্রধান ফটকের বিষয়ে ১৬ বছর ধরে আমাদের একটা আক্ষেপ ছিল। এখন ২৯ তারিখ ফটকের উদ্বোধন হচ্ছে, এতে আমি খুবই খুশি।

এ বিষয়ে মার্কেটিং বিভাগের মারুফ খান রিফাত বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীদের চাওয়া। ২৯ তারিখ সে চাওয়া পূরণ হতে যাচ্ছে, আলহামদুলিল্লাহ।

গেইট উদ্বোধনের বিষয়ে মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো শওকাত আলী বলেন, গেটের কিছু কাজ বাকি আছে। এই কাজগুলো এই সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে। এরপর ২৯ তারিখে শিক্ষার্থীদের নিয়ে একটি আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে সবার উপস্থিতিতে গেটের উদ্বোধনের কাজ করব। এর ফলে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ আরও আনন্দমুখর হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com